![]() |
প্রতীকী ছবি |
অনলাইন ডেস্ক
জ্বালানি বাজার পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি যা উডম্যাক নামেও পরিচিত
বিশ্বের বিভিন্ন দেশের ৪৬৫টি তেল পরিশোধনাগারের পরিস্থিতি বিশ্লেষণ করে
জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বের যেসব পরিশোধনাগার কাজ করেছে তার মধ্যে ২১ শতাংশই
ঝুঁকির মুখে। ইউরোপ ও চীনের তেল পরিশোধনাগারগুলো সবচেয়ে বেশি ঝুঁকির
মুখে।
বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪) উড ম্যাকেঞ্জির প্রকাশিত প্রতিবেদনটিতে এমন তথ্যই
উঠে এসেছে।
এমন এক সময়ে এই ঝুঁকির বিষয়টি প্রকাশিত হলো যখন বিশ্বজুড়ে গ্যাসোলিনের চাহিদা
কমে গেছে এবং কার্বন নিঃসরণ কমানোর দাবি জোরদার হয়েছে।
উডম্যাকের হিসাব বলছে, ইউরোপের মোট তেল শোধনাগারের মধ্যে ৪৫ শতাংশই উচ্চ ঝুঁকির
মুখে। এর ফলে, বিশ্বের ২১ শতাংশ তেল পরিশোধনাগার ঝুঁকির মুখে থাকায় দৈনিক প্রায়
৩৯ লাখ ব্যারেল তেল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে সংস্থাটির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক এমা ফক্স বলছেন, ‘জ্বালানি
পরিশোধনের খরচ বেড়ে যাওয়ার কারণে আগামী দিনে তেল শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া
ছাড়া কোনো উপায় থাকবে না।’
অপর জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান কনকাওয়ে জানাচ্ছে, ইউরোপের যত তেল শোধনাগার
ছিল ২০০৯ সালের মধ্যে ৩০ শতাংশই বন্ধ হয়ে গিয়েছে। বাকিগুলোর মধ্যে ৯০ শতাংশ
এখনো কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, চলতি দশকের শেষ দিকেই গ্যাসোলিনের চাহিদা আরও কমে যাবে। একই সময়ে কার্বন
কর চালু হয়ে যেতে পারে। এই অবস্থা তেলের ওপর নির্ভরশীলতা কমবে বলেই জানাচ্ছে
উডম্যাক।
COMMENTS