![]() |
ছবি: সংগৃহীত। |
অনলাইন ডেস্ক
নিউরালিংক নতুন ব্রেন চিপ তৈরি করতে শুরু করেছে যা অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে
দিতে সক্ষম। ইলন মাস্কের মালিকানাধীন এই কোম্পানিটি ওয়্যারলেস বিশেষ
প্রযুক্তির ব্রেন চিপ দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করে ডিজিটাল ক্যামেরায় ধারণ
করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিকে থাকা ভিজ্যুয়াল কর্টেক্সে
(দৃশ্যমান এলাকা) পৌঁছে দেবে। ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও
আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন।
নিউরালিংক দীর্ঘদিন ধরে মানুষের মস্তিষ্ককে যন্ত্রের সাথে সংযুক্ত করার জন্য
ব্রেন কম্পিউটার ইন্টারফেস (বিসিআইএস) প্রযুক্তির চিপ তৈরিতে কাজ করছে। এরই
ধারাবাহিকতায় নিউরালিংক বানরদের মধ্যে বিসিআইএস চিপের গবেষণায় আশানুরূপ ফল
পেয়েছে।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, ব্লাইন্ডসাইট
ইমপ্ল্যান্ট ইতোমধ্যে বানরদের মধ্যে কাজ করছে। চিপটির মাধ্যমে প্রাথমিকভাবে
ঝাপসা দেখা যাবে, অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিনটেনডোর গ্রাফিকসের মতো। তবে
ভবিষ্যতে এটি সাধারণ মানুষের দৃষ্টিকে ছাড়িয়ে যেতে পারে।
I should mention that the Blindsight implant is already working in monkeys.
— Elon Musk (@elonmusk) March 21, 2024
Resolution will be low at first, like early Nintendo graphics, but ultimately may exceed normal human vision.
(Also, no monkey has died or been seriously injured by a Neuralink device!)
প্রাণীদের উপর পরিচালিত গবেষণা নিয়ে উদ্বেগের বিষয়ে ইলন মাস্ক বলেছেন যে নিউরালিংকের এই যন্ত্রের কারণে কোনো বানরের মৃত্যু হয়নি বা কোনো বানর গুরুতর
আহত হয়নি।
২৫ মে, ২০২৩ নিউরালিংক তাদের ভেরিফায়েড এক্সে অ্য়াকাউন্টে জানায় যে ইউএস ফুড
অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে পরীক্ষা
চালানোর জন্য নিউরালিংককে অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর ২৯ জানুয়ারি
নিউরালিংক প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে একটি ওয়্যারলেস চিপ যুক্ত করে। এ
সময় প্রতিষ্ঠানটি জানায়, কম্পিউটারের সঙ্গে মানব মস্তিষ্কের সংযোগ ঘটিয়ে
জটিল স্নায়বিক সমস্যা সমাধানে বিশেষ প্রযুক্তির চিপ তৈরি করা হয়েছে। এর
মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা ও সিজোফ্রেনিয়ার মতো জটিল
রোগের চিকিৎসা করা সম্ভব হবে।
COMMENTS