![]() |
ছবি: প্রতীকী। |
এনএনবি, ঢাকা
ওষুধের টাকা জোগাড় করতে না পেরে রাজধানীর মগবাজারে নিজের পেটে নিজে ছুরি চালিয়ে
জয়নাল আবেদিন (৪৬) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগের ৩ নম্বর গলির
একটি বস্তিতে জয়নাল আবেদিন আত্মহত্যা করেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া
হলে রাত সাড়ে আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জয়নালকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাতিজা মো. মোতালেব গণমাধ্যমকে বলেন, ‘আমার
চাচা রিকশাচালক ছিলেন। তিন বছর যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
এমনিতেই কাজকর্মে যেতে পারেন না। তার ওপর অভাব-অনটন।’
‘ওষুধ কিনতে না পেরে তিনি ধারালো ছোড়া ঢুকিয়ে দেন তাঁর পেটে। পরে গুরুতর আহত
অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি
হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘জয়নালের মরদেহ ময়নাতদন্তের
জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট
থানাকে জানানো হয়েছে।’
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে,
‘শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত জয়নাল অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে
নিজেই নিজের পেটে ছুরি চালিয়েছিলেন।’
এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
জয়নালের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। তাঁর বাবার নাম মোজা
মিয়া। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
COMMENTS