
এনএনবি, ঢাকা
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মার্চ মাসে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ১,৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১,৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১২ কেজিতে ৪১ টাকা এবং জানুয়ারি মাসে ২৯ টাকা বেড়েছিল। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি।
রবিবার (০৩ মার্চ ২০২৪) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম জানানো হয়। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।
বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি। আমদানিকারক কোম্পানির ইনভয়েস মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে এলপিজির দাম কিছুটা বেড়েছে। এ কারণে দেশের বাজারেও দাম বেড়েছে।
বিশ্ববাজারে এলপিজির দাম বাড়েনি, ডলারের দামও কিছুটা কমেছে; তবে এলপিজি পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মার্চ মাসে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ১,৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১,৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১২ কেজিতে ৪১ টাকা এবং জানুয়ারি মাসে ২৯ টাকা বেড়েছিল। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি।
রবিবার (০৩ মার্চ ২০২৪) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম জানানো হয়। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।
বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি। আমদানিকারক কোম্পানির ইনভয়েস মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে এলপিজির দাম কিছুটা বেড়েছে। এ কারণে দেশের বাজারেও দাম বেড়েছে।
বিশ্ববাজারে এলপিজির দাম বাড়েনি, ডলারের দামও কিছুটা কমেছে; তবে এলপিজি পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।
২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
COMMENTS