![]() |
জুন মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা |
এনএনবি, ঢাকা
চলতি বছর জুন মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হতে পারে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৪) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা চাই,
ঈদুল আজহার পরপরই এই পরীক্ষা হবে। সে লক্ষ্য নিয়েই কাজ করছি। তবে পরীক্ষার
দিন-তারিখ নির্ধারণ করে এখনো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়নি। প্রস্তাব
পাঠানোর পর মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া
হবে।’
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল মার্চে প্রকাশ করা
হবে।
প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হলেও করোনার কারণে তা পিছিয়ে
যায় ডিসেম্বর মাসে। এরপর ধীরে ধীরে এই সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় এ বছর এই পরীক্ষাটি জুন মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে।
COMMENTS