![]() |
প্রধানমন্ত্রী কে সভার শুরুতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান। |
এনএনবি, ঢাকা
জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি, ২০২৪) প্রথম
বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার
গঠনের পর এটি বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় এই
সভা অনুষ্ঠিত হয়। এসময় সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের ৮৭ জন কর্মকর্তা
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী এসময় সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ২০২২ সালে
অনুষ্ঠিত সচিব সভার সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে
অবহিত করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান,
‘সভায় প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’
আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘আজকের সভায় সব সচিব উপস্থিত
ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য দফতরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত
ছিলেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয়
নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তাঁর নির্দেশনা
শুনতে চেয়েছি।’
মাহবুব হোসেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব
পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন
করতে।’
এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭
নভেম্বর।
COMMENTS