![]() |
বিদেশ যেতে হলে ড. ইউনূসেকে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানাতে হবে। |
এনএনবি, ঢাকা
আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিদেশ যেতে হলে তাঁকে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানাতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হাইকোর্টে দায়ের করা একটি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ ফেব্রুয়ারি, ২০২৪) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
হাইকোর্ট জানান, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে।
এছাড়া ড. ইউনূসের শ্রম আদালতের দেয়া সাজার স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে রবিবার (৪ ফেব্রুয়ারি, ২০২৪) ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার ছয় মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিতে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ আবেদন দায়ের করেন।
COMMENTS