![]() |
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা |
এনএনবি
ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন পদপদ্মশ্রী বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) এই ঘোষণা দিয়েছে ভারত সরকার। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি বিভাগে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়। এগুলোকে এক সঙ্গে পদ্ম সম্মানননা বলে অভিহিত করা হয়।
শিল্পকলা, সমাজকর্ম, জনসাধারণ, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিসসহ বিভিন্ন শাখায় এই পুরস্কার দেয়া হয়।
ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য 'পদ্মবিভূষণ' প্রদান করা হয়; উচ্চ মাত্রার সেবার জন্য 'পদ্মভূষণ' এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য 'পদ্মশ্রী' প্রদান করা হয়।
প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করে ভারত সরকার। পুরস্কারগুলো প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রদান করে থাকেন।
চলমান ২০২৪ সালে, যৌথভাবে দুটি পুরস্কার সহ ১৩২টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।
এই তালিকায় রয়েছে ৫ টি পদ্মবিভূষণ, ১৭ টি পদ্মভূষণ এবং ১১০ টি পদ্মশ্রী। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৩০ জন নারী এবং তালিকায় বিদেশি, এনআরআই, পিআইও এবং ওসিআই বিভাগের ৮ জন রয়েছেন। আর মরণোত্তর পুরস্কার পেয়েছেন ৯ জন।
COMMENTS