![]() |
জাতীয় প্রেসক্লাবে ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা। |
এনএনবি
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বৈষম্যহীন সমাজ গড়তে হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের চরিত্র দুর্বৃত্তায়িত হতে দেওয়া যাবে না। এজন্য প্রয়োজন সবার সমান সুযোগ তৈরি করা। কিন্তু আমাদের আয় বৈষম্য বেড়েছে। আয় ও সম্পদ আহরণের বৈষম্য বেড়েছে। শিক্ষা, অর্থনীতি ও কর্মের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইংরেজী দৈনিক ‘বিজনেস আই’ আয়োজিত ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস আই সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বৈঠকে বক্তারা আরও বলেন, ব্যবসায়িক ক্ষেত্রেও সমতা আনতে হবে। সুষম উন্নয়ন ও সুযোগ সৃষ্টির জন্য গ্রামে বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে হবে। কেননা বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ।
অনুষ্ঠানের শুরুতে দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি আমীন হেলালী, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম শামসুল আলম, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ ও সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইসতিয়াক রেজা।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বৈষম্যহীন সমাজ গড়তে হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের চরিত্র দুর্বৃত্তায়িত হতে দেওয়া যাবে না। এজন্য প্রয়োজন সবার সমান সুযোগ তৈরি করা। কিন্তু আমাদের আয় বৈষম্য বেড়েছে। আয় ও সম্পদ আহরণের বৈষম্য বেড়েছে। শিক্ষা, অর্থনীতি ও কর্মের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইংরেজী দৈনিক ‘বিজনেস আই’ আয়োজিত ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস আই সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বৈঠকে বক্তারা আরও বলেন, ব্যবসায়িক ক্ষেত্রেও সমতা আনতে হবে। সুষম উন্নয়ন ও সুযোগ সৃষ্টির জন্য গ্রামে বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে হবে। কেননা বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ।
অনুষ্ঠানের শুরুতে দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি আমীন হেলালী, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম শামসুল আলম, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ ও সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইসতিয়াক রেজা।
COMMENTS