রংপুর থেকে রুকসানা রাফা
রংপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের সিভিল সার্জন, ডা: মো: জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী ।
এতে বক্তব্য রাখেন উপ-পরিচালক (স্থানীয় সরকার), মোছা: জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মোঃ রেজাউল করিম,রংপুর মহানগর শাখা বাংলাদেশ আওয়ামীলীগ আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু প্রমূখ । সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

COMMENTS