রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন- স্লোগানকে সামনে রেখে রংপুরে সারা দেশের ন্যায় ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। আজ রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর ড. চিত্রলেখা নাজনীন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের উপ-পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, বিভাগীয় অতিরিক্ত পরিচালক সমাজসেবা কার্যালয় মোশাররফ হোসেন, মৃক্তিযোদ্ধা মো: আকবার হোসেনপ্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এজেড এম রায়হান শাহসহ প্রশাসনিক কর্মকর্তা অটিজম শিশুদের শিক্ষক, গার্ডিয়ানসহ অনেকে। অনুষ্ঠানে অটিজম শিশুদের মাঝে পুরস্কার ও ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
COMMENTS