রাজধানীতে চার নারীকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, তারা কোলে শিশু নিয়ে ঘুরে বেড়াত আর সুযোগ বুঝে ছিনতাই করত।
মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার আল বারাকা হোটেলের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘোরেন। কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছোঁ মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান।”
পুলিশ কর্মকর্তা মহসিন জানান, পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সাথে ঝগড়া বাধিয়ে দেন।
“এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। বৃহস্পতিবারও একই কায়দায় ছিনতাই করে তারা “
ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মহসিন।
COMMENTS