সারা দেশে দ্বিতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শনে রংপুর প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । এসময় পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী,বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রংপুর জেলার কাউনিয়া ও গংগাচড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
COMMENTS