রুকসানা রাফা,জেলা প্রতিনিধি,রংপুর
রংপুর জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁকে দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে রংপুর। রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন। এরআগে রংপুর জেলা প্রশানক আসিব আহসান চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাড.ইলিয়াছ আহমেদকে (আনারশ) প্রতিক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে (মটর সাইকেল) প্রতিক প্রদান করেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ১ নং ওয়র্ডের প্রার্থী মোঃ মমিনুর ইসলামকে ( ঢোল), ৪ নং ওয়র্ডের প্রার্থী সিরাজুল ইসলাম প্রামানিককে (হাতি) প্রতিক প্রদান করেন। পরে পর্যায়ক্রমে সকল সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়।রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁকে দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ছিলেন। গত রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদে থাকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে জেলা আওয়ামী লীগের নেতারা জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্ধীতা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইলিয়াস আহমেদের সাথে তিনি প্রতিদ্বন্ধিতা করছেন। বিদ্রোহী প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু নির্বাচন করার সিদ্ধান্তে অনঢ় থাকায় রোববার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জরুরী সভা করে তাঁকে দল থেকে বহিস্কার ঘোষণা করে। রোববার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিটি করর্পোরেশনের ৪৪ জন কাউন্সিলর সহ সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মোছাদ্দেক হোসেন বাবলু এর আগে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভা করে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিস্কার করেছে।
COMMENTS