এনএনবি নিউজ
ছয় দিনের শিক্ষা সফরে জাপান যাবেন ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তার এ সফর চলার কথা রয়েছে।
এ শিক্ষা সফরে আরও যাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।
এ সংক্রান্ত একটি সরকারি আদেশে বলা হয় সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তবে কোন ধরনের শিক্ষা তারা অর্জন করবেন, এতে কিছুই বলা হয়নি।
উল্লেখ্য, এর আগে এ বছর ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান এর আগে এ বছর আরব আমিরাত, সিঙ্গাপুর, স্পেন ও নেদারল্যান্ডস ভ্রমণ করেছেন। আগামী অক্টোবর মাসেই তার ডেনমার্কের কোপেনহেগেন সফরের ও কথা রয়েছে।
COMMENTS