এনএনবি নিউজ
মন কষাকষির পর অবশেষে এক ফ্রেমে ভক্তদের সামনে এলেন টলিউডের দুজন অভিনেত্রী শুভশ্রী ও মিমি। রাজকে শুভশ্রীর বিয়ে করা নিয়ে মতবিরোধের পর অবশেষে একসঙ্গে ধরা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। তবে শুভশ্রীর সঙ্গে প্রেমের আগে মিমির সঙ্গেও প্রেম করেছেন রাজ। বিচ্ছেদের পরও মনে মনে হয়তো রাজকেই ভালোবেসে গেছেন মিমি। সেখান থেকেই শুভশ্রীর সঙ্গে সৃষ্টি হয় তীব্র মন কষাকষি। বন্ধ ছিল একে অপরের মুখ দেখাদেখি। অবশেষে টলিউডের এই দুই অভিনেত্রীকে এক ফ্রেমে পাওয়া গেল। খবর জি নিউজের।
জাঁকজমকভাবে পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করলো রাজ্য সরকার। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থার সদস্যদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই নৃত্য পরিবেশন করেন শুভশ্রী। আর এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিমি। এদিন হলুদ শাড়ি, মাথায় জুঁই ফুলের মালায় সেজেছিলেন মিমি। আর লাল শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। সব সমীকরণ বদলে দিয়ে এক ফ্রেমে ধরা দেন এই দুই নায়িকা।
COMMENTS