
এনএনবি, রংপুর
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনা যেমন জরুরি, তেমনি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এখন অস্ত্রের চেয়েও বড়
চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম
এম নাসির উদ্দিন।
শনিবার (০৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার
কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে
সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
সিইসি বলেন, ’অতীতে দায়িত্ব পালনে ঘাটতির কারণে ভোটের প্রতি মানুষের বিশ্বাস
কমে গেছে। এখন এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে পছন্দের
প্রার্থীকে ভোট দিতে পারেন। মানুষকে ভোটকেন্দ্রমুখী করা এখন বড় চ্যালেঞ্জে
পরিণত হয়েছে, কারণ অনেকেই মনে করে আমি না গেলেও ভোট হয়ে যাবে।’
তিনি সাংবাদিকদের নির্বাচনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন,
’আপনারা যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। প্রিন্ট, ইলেকট্রনিক বা
অনলাইন—সব ক্ষেত্রেই সাংবাদিকদের স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা
রাখতে হবে।’
এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ’অস্ত্রের চেয়েও ভয়ংকর
চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। এ বিষয়টি মোকাবিলায়
সবাইকে সচেতন থাকতে হবে।’
পূর্ববর্তী নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের অনিয়ম প্রসঙ্গে তিনি
জানান, যারা আগে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের এবার যথাসম্ভব এড়িয়ে
চলার চেষ্টা করা হবে। তবে নির্বাচন পরিচালনায় দেশের মানুষকেই ব্যবহার করতে হবে,
তাই অভ্যন্তরীণভাবে দায়িত্ব বণ্টনে পরিবর্তন আনা হবে।
সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন
কর্মকর্তারা ও দেশের মানুষ একসঙ্গে কাজ করলে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুন্দর
নির্বাচন আয়োজন সম্ভব।
COMMENTS