আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট
লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘যুবকদের খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যুব সমাজকে গড়ে তুলতে না পারলে, দেশের উন্নয়ন সম্ভব নয়।’
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার কাজীরহাট বাজার এলাকায় গোলাম রব্বানী হা-ডু-ডু প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জাম সবুজ, চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মমিনুর রহমান মমিন প্রমুখ।
এসময় সমাপনী খেলায় কাকিনা কাজীরহাট জিয়া একাদশকে পরাজিত করে চলবলা হাড়িশ্বর চ্যাম্পিয়ন হয়।
COMMENTS