অমি দেব, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খেলার মাঠে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ম্যাজিক প্যারাডাইসের পাশে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাহিনুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, জুম্মার নামাজের পর ম্যাজিক প্যারাডাইসের পাশের হোটেলে দুপুরের খাবার খেতে যায় মাহিনুল ইসলাম। সেখানে ওয়াসিম সাকিব, সেজান খান এবং আনোয়ার জাহেদ খেতে যাচ্ছিল। এসময় মাহিনুল ওয়াসিম সাকিবকে উদ্দেশ্য করে গতকালের খেলার ঘটনা নিয়ে মন্তব্য করেন। পরবর্তীতে ওয়াসিম সাকিব মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে হয়।
এ বিষয়ে ভুক্তভোগী মাহিনুল ইসলাম, 'আমি কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ পড়ে আমার বন্ধু লগ্নকে নিয়ে ম্যাজিক প্যারাডাইসের পাশে হোটেলে খেতে যাই। তখন আমার সাথে সেজান ভাই, ওয়াসিম ভাই এবং আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়। উনারা আমাকে আমার বিভাগ জিজ্ঞেস করলে আমি 'লোকপ্রশাসন-১৭ তম ব্যাচ' উত্তর দেই। পরবর্তীতে উনারা আমাকে ফিজিক্যাল এডুকেশন স্কুলের বিপরীত পাশে থাকা ফাঁকা জায়গায় আমাকে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে উনাদের কারো হাতে থাকা চাবি আমার মাথায় লাগে এবং ব্লেডিং হতে থাকে। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রাথমিক চিকিৎসা নেই এবং বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে যাই।'
অভিযুক্ত ওয়াসিম সাকিব বলেন, 'আজ জুম্মার নামজের পর ম্যাজিক প্যারাডাইসের পাশে হৃদয়ের দোকানে খেতে গেলে, দোকানের প্রবেশ করার সময় লোক প্রসাশন ১৭ তম আবর্তনের মাহিনুল গতকাল ফুটবল খেলার বিষয় নিয়ে আমাকে ইনসাল্ট করে বলে যে, "গতকাল যেইডারে মারছি ঐডা মনে আছেনি।' কেন সে এ কথা বললো এই বিষয়ে তার কাছে জানতে চাইলে সে আমার প্রতি মারমুখি আচরণ দেখায়, যেটা এক সময় আমার সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়।'
আনোয়ার জাহেদ বলেন, 'ম্যাজিক প্যারাডাইসের পাশে একটা হোটেলে আমরা খাবার খাইতে যাই। খাবার খেয়ে সবাই চলে আসার সময় দেখি ওয়াসিম আর মাইনুলের মাঝে হাতাহাতি হয়। দেখে আমি দুইজনকেই থামাইতে যাই।'
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৪ নভেম্বর শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এ লোকপ্রশাসন বিভাগ এবং এআইএস বিভাগের মধ্যকার খেলায় ফার্মেসী বিভাগের এক খেলোয়াড় বাহিরে যাওয়া বল শট দিয়ে মাঠে দেয়। সেটিকে কেন্দ্র করে লোকপ্রশাসন এবং ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে দুই বিভাগ থেকেই দুইটি অভিযোগ পত্র প্রক্টর বরাবর দেওয়া হয়৷
COMMENTS