এনএনবি, ঢাকা
সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে আগামী ডিসেম্বর থেকে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা রিজওয়ানা জানান, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে সংস্কার অপরিহার্য। এরপর নির্বাচন। জুলাই বিপ্লবের প্রেক্ষিত সংস্কার, বৈষম্য ও ফ্যাসিজম দূর করা ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে সবার একমত হওয়া প্রয়োজন।
উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, নতুন উপদেষ্টা বা সহকারী উপদেষ্টারা সরকারে নতুন মাত্রা যোগ করবে, সংকট নিরসন আরও সহজ হবে। এ সময় আপাতত নতুন করে কোনো উপদেষ্টা নেয়ার আলোচনা নেই বলেও জানান তিনি।আ
পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে গাছের একটি প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং সাতটি প্রজাতি আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়েছে। যেহেতু পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি সেহেতু এসব প্রজাতি ফিরিয়ে আনতে হবে।
COMMENTS