গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে পাচারকালে ১৫৩ পিস ইয়াবা, নগদ অর্থ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার ( ১০ নভেম্বর ) বিকেলে আশুগঞ্জ থানাধীন তালশহর চৌরাস্তা সংলগ্ন আসামি তাজুল এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. তাজুল মিয়া(৪২) এবং একই জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুথাই গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে ফাহিম(২২)।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয় এর নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অফিসার ইনচার্জ, আশুগঞ্জ থানার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোকাদ্দেছ আলী সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর যৌথ টিম সহ উপরোক্ত ঘটনাস্থল হইতে আসামিদের আটক করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ বিল্লাল হোসেন জানান, অভিযানে তল্লাশির সময় তাদের কাছে তল্লাশি করে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৭১০/-টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS