ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
জোরপূর্বক গুম থেকে সকল নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট, ২০২৪) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বাকি উপদেষ্টারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
প্রতি বছর ৩০শে অগাস্ট জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে।
এ বছর দিবসটির একদিন আগে বাংলাদেশ এতে সই করলো। অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেন।
COMMENTS