ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘অসত্য-বিকৃত তথ্য প্রচারের’ দায়ে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক নাসির উদ্দিন এলানের সাজা বাতিল করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট, ২০২৪) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এই মামলায় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দুজনের আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক বেঞ্চ এ রায় দেন।
দণ্ডিতদের পক্ষে আপিলের শুনানি করেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া; তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান ফাহিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানি শেষে আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেছেন। ফলে তাঁরা মিথ্যা মামলার দায় থেকে খালাস পেলেন। আর সাজা বৃদ্ধি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়নি। বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিলটি না চালানোর কথা জানান।’
২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘অসত্য-বিকৃত তথ্য প্রচারের’ অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ও তাঁর সহকর্মী অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে ২০২৩ সালের সেপ্টেম্বরে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। তাঁরা একই বছরের অক্টোবরে জামিনে কারাগার থেকে মুক্তি পান। ২০২২ সালে সরকার ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করে।
COMMENTS