![]() |
সাবেক উপাচার্য সাদেকা হালিম। ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার,
প্রোভোস্ট ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন।
আজ রবিবার (১১ আগস্ট, ২০২৪) সন্ধ্যায় পদত্যাগ পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।
আইনুল ইসলাম বলেন, ‘উপাচার্য পদত্যাগ করেছেন। তা ছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যরা
আমাকে পদত্যাগ পত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ
করেনি।’
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট
দীপিকা রাণী সরকারও পদত্যাগ করেছেন।
এ দিকে আজ রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ
পুরো প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪
ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
COMMENTS