![]() |
ছবি: সংগৃহীত |
এনএনবি, ঢাকা
দুর্নীতি দমন কমিশনে (দুদক) বৃহস্পতিবার (৬ জুন) হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে দুদকে হাজির হওয়ার জন্য আবেদন করেছেন তিনি।
বুধবার (০৫ জুন, ২০২৪) দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি সঠিকভাবে জানি না। তবে, শুনতে পেরেছি, তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটা অনুসন্ধান টিমের বিষয়, এটা তাদের বিষয়। তারা ভালো জানবেন। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।‘
দুদক কমিশনার আরও বলেন, ‘আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।’
গত ৩১ মার্চ, ২০২৪ একটি দৈনিক পত্রিকায় ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল, ২০২৪ ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে। প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী জীশান মীর্জা ও দুই মেয়েকে আগামী ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এদিকে, তারা সিঙ্গাপুরে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো রকমের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
COMMENTS