
রাহিম সরকার
এনএনবি, গাজীপুর
গাজীপুর জেলা শহরের শিববাড়ি এলাকায় বেদখল হওয়া কোটি কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে রবিবার (১২ মে, ২০২৪) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শিব মন্দিরের জমি ও সরকারি পুকুর পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে শিব মন্দিরের সভা পতি, সাধারণ সম্পাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তিতাস গ্যাস প্রতিনিধি, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এনএনবি, গাজীপুর
গাজীপুর জেলা শহরের শিববাড়ি এলাকায় বেদখল হওয়া কোটি কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে রবিবার (১২ মে, ২০২৪) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শিব মন্দিরের জমি ও সরকারি পুকুর পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে শিব মন্দিরের সভা পতি, সাধারণ সম্পাদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তিতাস গ্যাস প্রতিনিধি, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হাসিবুর রহমান জানান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে মহানগরীর জয়দেবপুর মৌজার শিববাড়ী পুকুর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রবিবার (১২ মে, ২০২৪) গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাইরুন্ নেসার নেতৃত্ব উচ্ছেদ কালে পুকুরের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা দুটি দোকান ও দুটি বসতবাড়ির কিছু অংশ উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত মোট জমির পরিমান প্রায় ২.৭৫ শতাংশ।
COMMENTS