এনএনবি, ঢাকা
ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। এক বিশেষ আদেশে আজ রবিবার এই ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, চলতি মাসের ৪ তারিখ থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
কয়েকটি ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলে শিথিলতার কথাও জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে। ক্ষেত্রগুলো হচ্ছে—
ক. ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
খ. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে)
গ. বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং
ঘ. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।
তবে এসব ক্ষেত্রের করদাতারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে না পারলে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করবেন। সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমতিতে করদাতারা পেপার রিটার্ন দাখিল করতে পারবে।
এরআগে, গত ৪ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, আগামী বছর থেকে সব করদাতার অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা হচ্ছে। তিনি জানান, অনলাইনে রিটার্ন জমা করদাতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
COMMENTS