
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) শত শত মৃত্যুফাঁদ ঢাকনাবিহীন ড্রেন সংস্কার না করা, এবং ঢাকনাবিহীন ড্রেনে পড়ে কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতির নিহতের ঘটনায় তাঁর দুই শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং দোষী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৪) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনেক সাংবাদিকরা স্বেচ্ছায় এই মানববন্ধনের লাইন দাঁড়িয়েছেন। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়, তার পাশেই রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলার নীরব সাক্ষী দীর্ঘদিন ধরে থাকা ঢাকনাহীন আরও একটি ড্রেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ’এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। নগর কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতাই ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যু ঘটায়।’
দায়ী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন প্রতিনি ঢাকনাবিহীন ম্যানহোল ও স্লাবহীন ড্রেনের ওপরে ফাঁসির মঞ্চ তৈরি হোক।
মানববন্ধনে গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, ’গাজীপুর সিটি কর্পোরেশনের মৃত্যুফাঁদ স্লাববিহীন ড্রেন এবং ঢাকনাহীন ম্যানহোলের সংস্কার না করে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনের পর দিন আমাদের ট্যাক্সের টাকায় আমোদ ফুর্তি করেছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে, যার ভয়াবহ পরিণতি তরুণীর ড্রেনের ময়লা পানিতে ডুবে মধ্যযুগীয় বরবর্তায় মৃত্যু।’
তিনি বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ইতোমধ্যেই তারা লবিস্ট নিয়োগ করে দায় এড়ানোর চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘জড়িত সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের মৃত্যুফাঁদের অবসান ঘটাতে হবে।’
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল বৈরাগী বিপ্লব বলেন, ‘জ্যোতির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই শহরে নাগরিক নিরাপত্তা কতটা দুর্বল। যদি আজই জবাবদিহি নিশ্চিত না করা হয়, আগামীকাল যে কেউ এভাবে মৃত্যুবরণ করতে পারে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন, মানববন্ধনে ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম, দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপরা সম্পাদক ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট নূর নবী সরদার, শিল্পী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা মজিবুর রহমান রানা, অভিনেতা ও সাংবাদিক সাদেকুল ইসলাম, গাজীপুর মিডিয়া সেন্টারের পরিচালক নাশিদ আহমেদ তুষার ও নাসির উদ্দিন, নতুন ভোরের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, বাসন থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুল ইসলাম রাজ্জাক, দৈনিক আধুনিক খবরের সম্পাদক ও প্রকাশক; ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল সরকার, গাজীপুর বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সম্পাদক জোবায়ের হোসেন ইফতি, দৈনিক শেষ বেলার সম্পাদক ও প্রকাশক ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরী, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বাসন মেট্রো থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার, দৈনক সময়ের ডাক পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সজীব হোসেন সুজন, ভাষা আন্দোলন পরিষদের সহ-সভাপতি হযরত আলী রানা ও ওমর ফারুক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাতক বেলাল হোসেন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, মানবাধীকার কর্মী আব্দুল মালেক, নাসিমা আক্তার তমা, মো. দুলাল মিয়া প্রমুখ।
মানববন্ধন থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
ফারিয়া তাসনিম জ্যোতির দুই শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
দায়ী কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সকল খোলা ড্রেন ও ম্যানহোল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে।
ম্যানহোল ও ড্রেন ব্যবস্থাপনায় জনদুর্ভোগ বন্ধে স্বচ্ছ তদারকি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনের সময় আশেপাশের মানুষজনও অংশগ্রহণ করে। সাধারণ নাগরিকদের উপস্থিতি ও সচেতনতা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) শত শত মৃত্যুফাঁদ ঢাকনাবিহীন ড্রেন সংস্কার না করা, এবং ঢাকনাবিহীন ড্রেনে পড়ে কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতির নিহতের ঘটনায় তাঁর দুই শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং দোষী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৪) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অনেক সাংবাদিকরা স্বেচ্ছায় এই মানববন্ধনের লাইন দাঁড়িয়েছেন। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়, তার পাশেই রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলার নীরব সাক্ষী দীর্ঘদিন ধরে থাকা ঢাকনাহীন আরও একটি ড্রেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ’এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। নগর কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতাই ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যু ঘটায়।’
দায়ী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন প্রতিনি ঢাকনাবিহীন ম্যানহোল ও স্লাবহীন ড্রেনের ওপরে ফাঁসির মঞ্চ তৈরি হোক।
মানববন্ধনে গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, ’গাজীপুর সিটি কর্পোরেশনের মৃত্যুফাঁদ স্লাববিহীন ড্রেন এবং ঢাকনাহীন ম্যানহোলের সংস্কার না করে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনের পর দিন আমাদের ট্যাক্সের টাকায় আমোদ ফুর্তি করেছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে, যার ভয়াবহ পরিণতি তরুণীর ড্রেনের ময়লা পানিতে ডুবে মধ্যযুগীয় বরবর্তায় মৃত্যু।’
তিনি বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ইতোমধ্যেই তারা লবিস্ট নিয়োগ করে দায় এড়ানোর চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘জড়িত সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের মৃত্যুফাঁদের অবসান ঘটাতে হবে।’
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল বৈরাগী বিপ্লব বলেন, ‘জ্যোতির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই শহরে নাগরিক নিরাপত্তা কতটা দুর্বল। যদি আজই জবাবদিহি নিশ্চিত না করা হয়, আগামীকাল যে কেউ এভাবে মৃত্যুবরণ করতে পারে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন, মানববন্ধনে ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম, দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপরা সম্পাদক ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট নূর নবী সরদার, শিল্পী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা মজিবুর রহমান রানা, অভিনেতা ও সাংবাদিক সাদেকুল ইসলাম, গাজীপুর মিডিয়া সেন্টারের পরিচালক নাশিদ আহমেদ তুষার ও নাসির উদ্দিন, নতুন ভোরের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, বাসন থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুল ইসলাম রাজ্জাক, দৈনিক আধুনিক খবরের সম্পাদক ও প্রকাশক; ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল সরকার, গাজীপুর বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সম্পাদক জোবায়ের হোসেন ইফতি, দৈনিক শেষ বেলার সম্পাদক ও প্রকাশক ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরী, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বাসন মেট্রো থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার, দৈনক সময়ের ডাক পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সজীব হোসেন সুজন, ভাষা আন্দোলন পরিষদের সহ-সভাপতি হযরত আলী রানা ও ওমর ফারুক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাতক বেলাল হোসেন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, মানবাধীকার কর্মী আব্দুল মালেক, নাসিমা আক্তার তমা, মো. দুলাল মিয়া প্রমুখ।
মানববন্ধন থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
ফারিয়া তাসনিম জ্যোতির দুই শিশু সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
দায়ী কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সকল খোলা ড্রেন ও ম্যানহোল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে।
ম্যানহোল ও ড্রেন ব্যবস্থাপনায় জনদুর্ভোগ বন্ধে স্বচ্ছ তদারকি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনের সময় আশেপাশের মানুষজনও অংশগ্রহণ করে। সাধারণ নাগরিকদের উপস্থিতি ও সচেতনতা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
COMMENTS