![]() |
প্রতীকী ছবি। |
এনএনবি, ঢাকা
প্রতারক চক্রের ফাঁদে পড়ে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় মোহাম্মদ হাবিবুর
রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আত্মহত্যা করেছেন।
রবিবার (৩১ মার্চ, ২০২৪) নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে ঝুঁলে তিনি আত্মহত্যা করেন
বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হাবিবুর রহমানকে সোমবার (১ এপ্রিল, ২০২৪) বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়।
আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রতারক চক্রের খপ্পরে পড়েন হাবিবুর রহমান।
এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে গত তিন বছরে ৮ কোটি টাকার সম্পদ হারিয়েছেন হাবিবুর
রহমান। চক্রের সদস্যরা আরও টাকা দাবি করছিলেন। সেই টাকা দিতে না পেরে তিনি
আত্মহত্যা করেন।
এই চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত বলে দাবি
পরিবারের।
২০১৪ সালে হাবিবুর রহমান অবসরে যান। তাঁর দুই ছেলে বিদেশে পড়াশোনা করেন। মিরপুর
ডিওএইচএস এলাকায় নিজস্ব বাড়িতে সস্ত্রীক থাকতেন তিনি।
এ ঘটনায় কানাডাপ্রবাসী হাবিবুর রহমানের ছোট ছেলে সৈয়দ মোহাম্মত নাজমুল হাবিব
গণমাধ্যমকে জানান, এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে তাঁর বাবা সম্পদ বিক্রি করে
প্রায় ৮ কোটি টাকা প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছেন।
প্রতারণার বিষয়টি জানার পর থেকেই বাবা হাবিবুর রহমানকে পুলিশের কাছে অভিযোগ
করতে বলেছিলেন নাজমুল হাবিব। কিন্তু হাবিবুর রহমান বলেছিলেন পুলিশকে জানালে
তিনি আত্মহত্যা করবেন। মানসম্মানের ভয়ে মা ও বড় ভাই নাঈম রহমান বিষয়টি কাউকে
জানাননি।
নাজমুল হাবিব বলেন, ‘বাবা তাঁর ডায়রিতে অনেক কিছু লিখে গেছেন। আমি চাই আমার
বাবার আত্মহত্যার পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘হাবিবুর
রহমানের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে তাঁর
আত্মহত্যার কারণ বের করার চেষ্টা চলছে।’
COMMENTS