
অনলাইন ডেস্ক
'দেশি গার্ল' খ্যাত বলিউডের আলোকিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমাতেও প্রশংসার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই তারকা। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গন ও বিভিন্ন অনুষ্ঠানেও বিশেষ ভূমিকায় দেখা দেন তিনি। ক্যারিয়ারে অনেক দাপুটে চরিত্রেই অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। দীর্ঘ বিরতির পর আবার জঙ্গল সাফারি করছেন নিক জোনাস পত্নী। ২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’-এ তার কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা। এবার ‘টাইগার’ নিয়ে বন্যপ্রাণের আরও একটি ট্রিপ করবেন অভিনেত্রী।
'দেশি গার্ল' খ্যাত বলিউডের আলোকিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমাতেও প্রশংসার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই তারকা। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গন ও বিভিন্ন অনুষ্ঠানেও বিশেষ ভূমিকায় দেখা দেন তিনি। ক্যারিয়ারে অনেক দাপুটে চরিত্রেই অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। দীর্ঘ বিরতির পর আবার জঙ্গল সাফারি করছেন নিক জোনাস পত্নী। ২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’-এ তার কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা। এবার ‘টাইগার’ নিয়ে বন্যপ্রাণের আরও একটি ট্রিপ করবেন অভিনেত্রী।

মঙ্গলবার নতুন একটি প্রজেক্টের ঘোষণা সারলেন হলিউড ও বলিউডের আলোচিত এই তারিকা। যে গল্প বাঘিনীর জীবনীর বর্ণনা দেবে। এই গল্পের জন্যই কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। অম্বর নামে এক তরুণী বাঘিনীর গল্প, যে ভারতের এক কল্পনা করা বনে নিয়ে ব্যাঘ্র ছানাদের মানুষ করছে।
ছবিটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘কোনো বিশেষ কিছুর সঙ্গে যুক্ত হওয়াটা সত্যিই দুর্দান্ত ব্যাপার। নিজেরই দেশে এক বন্যপ্রাণের গল্প বলতে পারাটা দারুণ অভিজ্ঞতার সঞ্চার- নিজেকে ধন্য মনে হচ্ছে।’
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমি সব সময়ই বাঘ খুব পছন্দ করি। বাঘিনীর সঙ্গে তো যেন আত্মিক যোগ অনুভব করি। আমি নিজের পরিবার নিয়ে অত্যন্ত সংবেদনশীল। অম্বরের যাত্রাটা এমনই, যে কোনো মা নিজের সঙ্গে যোগ করতে পারবে।’
ছবিটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘কোনো বিশেষ কিছুর সঙ্গে যুক্ত হওয়াটা সত্যিই দুর্দান্ত ব্যাপার। নিজেরই দেশে এক বন্যপ্রাণের গল্প বলতে পারাটা দারুণ অভিজ্ঞতার সঞ্চার- নিজেকে ধন্য মনে হচ্ছে।’
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমি সব সময়ই বাঘ খুব পছন্দ করি। বাঘিনীর সঙ্গে তো যেন আত্মিক যোগ অনুভব করি। আমি নিজের পরিবার নিয়ে অত্যন্ত সংবেদনশীল। অম্বরের যাত্রাটা এমনই, যে কোনো মা নিজের সঙ্গে যোগ করতে পারবে।’

নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘টাইগার’… এমন একটি গল্প যা বন্যকে বন্দি করে এবং এর মধ্যে যা ঘটে তার সবকিছু দেখিয়ে দেয়। প্রেম, দ্বন্দ্ব, ক্ষুধা, বেঁচে থাকা এবং আরও অনেক কিছুর গল্প।’ তিনি লিখেছেন, ভারতের ঘন জঙ্গলে যেখানে ছোট-বড় প্রাণী, ভিতু এবং স্বমহিমায় বিচরণ করে, সেখানে অম্বর আছে- এক কালজয়ী উত্তরাধিকারের বাঘ। এত ভালোবাসা দিয়ে সে শাবকদের যত্ন নেয়, সন্তানদের সঙ্গে তার দুর্দান্ত বন্ধন ফুটে ওঠে। এক সুন্দর পরিবারকে অনুসরণ করে ৮ বছরেরও বেশি সময় ধরে এই ছবির শুটিং করা হয়েছে। এই অবিশ্বাস্য গল্পে আমার কণ্ঠ দিতে এবং এই ফিল্মের মাধ্যমে জঙ্গল অন্বেষণ করতে আমি খুব মজা পেয়েছি। আমাদের সঙ্গে জঙ্গল উপভোগ করার জন্য আমি অপেক্ষায় আছি! এই পৃথিবী দিবসে ২২ এপ্রিল পর্দায় আসছে ‘টাইগার’। ছবিটি নিয়ে আসছে ডিজনি প্লাস নেচার’।
মেয়ে এবং স্বামীকে নিয়ে সদ্য আমেরিকা উড়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রায় ১০ দিনের শিডিউল নিয়ে হোলিতে মুম্বাই এসেছিলেন তিনি। একাধিক বিজ্ঞাপনের কাজ এবং ইভেন্টের কাজ নিয়েই এ দেশে এসেছিলেন দেশি গার্ল।
মেয়ে এবং স্বামীকে নিয়ে সদ্য আমেরিকা উড়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রায় ১০ দিনের শিডিউল নিয়ে হোলিতে মুম্বাই এসেছিলেন তিনি। একাধিক বিজ্ঞাপনের কাজ এবং ইভেন্টের কাজ নিয়েই এ দেশে এসেছিলেন দেশি গার্ল।
COMMENTS