![]() |
বিএনএমে যোগ দিয়েছিলেন সাকিব, জানা ছিল না আওয়ামী লীগের। |
এনএনবি, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাসায় গিয়ে কিংস
পার্টিখ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের মাগুরা-১
আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।
নির্বাচনের আগে নতুন এ দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফরম তুলে
দিয়েছিলেন ক্রিকেটের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ধরনের একটি ছবি সামাজিক
যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ফলে ফের রাজনীতিতে আলোচনায় এসেছে
কিংসপার্টি।
গণমাধ্যমে আসা ছবিটির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বলেছেন, ‘আমি বিষয়টা গণমাধ্যমে দেখেছি। এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন
তিনি আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন।’
মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন। তার আগে তো
সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন নিতে
হলে তাকে তো দলের প্রাইমারি সদস্য পদ নিতে হয়। যে শর্ত পূরণ করা দরকার সেটা সে
করেছে। সেভাবেই আমরা মনোনয়ন দিয়েছি, সে এমপি হয়েছে নির্বাচনে।’
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এদিন বনানীতে তার বাসায়
সংবাদ সম্মেলন করে বলেন, ‘নতুন দলে যোগদানের প্রস্তাব তার কাছে গেলেও তিনি তা
ফিরিয়ে দিয়েছিলেন। ক্রিকেটার সাকিব তার কাছে এই ব্যাপারে গিয়েছিলেন। তিনি
সাকিবকে এ ব্যাপারে কোনো উৎসাহ বা পরামর্শ দেননি।’
এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেটার সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেন, ‘এইসব পুরনো
জিনিস নিয়ে কে আছে? মন চাইলে নিউজ করেন, না চাইলে না করেন।’
COMMENTS