![]() |
সমাপণী অনুষ্ঠানে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। |
এনএনবি, ঢাকা
পর্দা নামলো অমর একুশে বইমেলার। সমাপনী অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও
গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া
হয়েছে।
শনিবার (২ মার্চ, ২০২৪) বিকেলে সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার
হস্তান্তর করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্পন্ন সর্বাধিক সংখ্যক বই
প্রকাশের জন্য কথাপ্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৪ পুরস্কার দেওয়া
হয়। বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে অন্যপ্রকাশ
(প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট), বেঙ্গল বুকস (১ ইউনিট)-কে শিল্পী
কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।
‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’ পেয়েছে ৩টি প্রকাশনী সংস্থা। ২০২৩ সালে
প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত
একুশ শতকে বাংলাদেশ : শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ
রচিত যাত্রাতিহাস : বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং
আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকস এই পুরস্কার
পেয়েছে।
২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ
প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৪’
দেওয়া হয়েছে।
অপরদিকে আজ ছিল অমর একুশে বইমেলার ৩১তম দিন। ছুটির দিন হিসেবে মেলা শুরু হয় সকাল
১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত । আজ নতুন বই এসেছে ১৪৯টি। এ পর্যন্ত (২রা
ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত) নতুন বই এসেছে ৩৭৫১টি।
আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বলেন, ‘বইমেলার সার্বিক ব্যবস্থাপনা আরো
সমৃদ্ধ হতে পারতো। তবে বইমেলার আয়োজন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে বাংলা একাডেমির
হাতে আসার কারণে জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা নিশ্চিত হয়েছে। কিন্তু বিভিন্ন
পাইরেটেড বইয়ের ছড়াছড়ি ছিল এবারের বই মেলায়। যারা প্রকৃত প্রকাশক তাদেরই
বইমেলা স্থান পাওয়া প্রয়োজন। নামমাত্র প্রকাশকরা যদি বেড়ে যায় তাহলে বইমেলার
সার্বিক ভাবগাম্ভীর্যতা বিনষ্ট হবে।’
সমাপণী অনুষ্ঠানে সম্প্রতি বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে
দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা স্বাগত বক্তব্য
রাখেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের
চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান ও সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন।
বইমেলার সদস্য-সচিব ড. মুজাহিদুল ইসলাম তার প্রতিবেদনে বলেন, মেলায় অংশগ্রহণকারী
প্রকাশনা প্রতিষ্ঠান গুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বইমেলায় (১
ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত) প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এই
বইমেলায় বাংলা একাডেমি (১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত) ১ কোটি ৩৬ লাখ
টাকার বই বিক্রি করেছে বলেও জানান তিনি।
COMMENTS