![]() |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
এনএনবি, ঢাকা
ঢাকার বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের
ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের
আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা
জানিয়েছেন। এ ছাড়া আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি, ২০২৪) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের
গ্রিন কোজি কটেজ নামের সাততলা ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবর
অনুযায়ী, নারী ও শিশুসহ মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের
একাধিক সদস্য আছে। তারা সবাই ভবনটিতে থাকা রেস্তোরাঁয় খেতে গিয়েছিল।
COMMENTS