
এনএনবি, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও বসতবাড়ি পরিদর্শন শেষে তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সোমবার (২৫ মার্চ, ২০২৪) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
গত শনিবার (২৩ মার্চ, ২০২৪) রাত নয়টার দিকে ঝড়র সাথে মুশলধারে শিলাবৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয় কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বেশ কিছু গ্রাম। নষ্ট হয় ধানের জমি, ফলের বাগান ও বসতবাড়ির টিনের চাল। ফলে অনেকটাই অসহায় হয়ে পড়েন এসব এলাকার শতশত মানুষ। বিষয়টি নজরে এলে সোমবার (২৫ মার্চ) জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ওই এলাকা পরিদর্শনে আসেন। পরে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি ও ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করলাম। আমরা দেখতে পেয়েছি কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকের বসতবাড়ির টিনের চাল ভেঙে গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহায়তা করব।
গাজীপুরের কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। এসময় ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও বসতবাড়ি পরিদর্শন শেষে তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সোমবার (২৫ মার্চ, ২০২৪) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
গত শনিবার (২৩ মার্চ, ২০২৪) রাত নয়টার দিকে ঝড়র সাথে মুশলধারে শিলাবৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয় কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বেশ কিছু গ্রাম। নষ্ট হয় ধানের জমি, ফলের বাগান ও বসতবাড়ির টিনের চাল। ফলে অনেকটাই অসহায় হয়ে পড়েন এসব এলাকার শতশত মানুষ। বিষয়টি নজরে এলে সোমবার (২৫ মার্চ) জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ওই এলাকা পরিদর্শনে আসেন। পরে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি ও ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করলাম। আমরা দেখতে পেয়েছি কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকের বসতবাড়ির টিনের চাল ভেঙে গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহায়তা করব।
COMMENTS