![]() |
এমবিবিএস ভর্তি পরীক্ষা পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। |
এনএনবি, ঢাকা
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুটি মেডিক্যাল কলেজের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নিবন্ধন বাতিল মেডিক্যাল কলেজ দুটিসহ দেশের মোট ছয়টি মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে
শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য অবহিতকরণ বিষয়ক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো.
টিটো মিঞা।
ভর্তি স্থগিত রাখা চারটি মেডিক্যাল কলেজ হলো- রাজধানীর উত্তরার আইচি মেডিক্যাল
কলেজ, ধানমন্ডির নর্দার্ন মেডিক্যাল কলেজ, রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ ও
রাজশাহীর শাহ মখদুম মেডিক্যাল কলেজ। নিবন্ধন বাতিল হয়েছে রাজধানীর কেয়ার মেডিক্যাল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজের।
এ ছাড়া ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ‘ইউনাইটেড
মেডিক্যাল কলেজে ভর্তির বিষয়ে কোনও নির্দেশনা আছে কিনা’— গণমাধ্যমের এমন প্রশ্নের
জবাবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য
হাসপাতাল খুব গুরুত্বপূর্ণ নয়। তাদের (ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল) বিষয়টি
এখনও তদন্তাধীন, আইনি প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি, ২০২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩-২৪
শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে দেশের ১৯টি
কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষাটি চলবে সকাল
১১টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘৩৭টি সরকারি
মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি ও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭ টি মেডিক্যাল
কলেজের ৬ হাজার ২৯৫টি আসন আছে। ১০৪টি কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের বিপরীতে
পরীক্ষা দেবে ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী।’
ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা
অন্য কোনো অসত কাজে শিক্ষার্থীরা বা তাঁদের অভিভাবকেরা যেন জড়িয়ে না পড়েন, সে
জন্য গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে বলেও অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।
COMMENTS