![]() |
রমজান মাসে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। |
এনএনবি, ঢাকা
আসন্ন রমজান মাসে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪
শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে ১৫ দিন শ্রেণী
কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন
বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
সেক্ষেত্রে, শিক্ষার্থীদের রমজানে মোট ১৫ দিন ক্লাস করতে হবে।
এর আগে, গত ১৩ ডিসেম্বরে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় ১১ মার্চ ২০২৪ থেকে ১৮
এপ্রিল ২০২৪ পর্যন্ত ছুটি রাখা হয়েছিল।
পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস,
ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় শ্রেণী কার্যক্রম
বন্ধ রাখার কথা ছিল।
COMMENTS