
অনলাইন ডেস্ক
ভাষা হলো ভাবের আদান-প্রদানের জন্য শব্দের বিনিময়। বর্তমানে বিশ্বে মানুষ প্রায় সাড়ে ছয় হাজার ভাষায় কথা বলে। এবার আরও একটি উপভাষার জন্ম হতে চলেছে যুক্তরাষ্ট্রের বুকে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির আশেপাশের এলাকায় ইংরেজি ভাষা ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। ভাষাটি ইংরেজির উপভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে।
ইন্ডি ১০০-এর গবেষণা রিপোর্ট অনুযায়ী, এই উপভাষাটি ইংরেজির একটি স্প্যানিশ-প্রভাবিত রূপ। কয়েক দশক ধরে স্প্যানিশভাষী দেশগুলি থেকে দক্ষিণ ফ্লোরিডায় মানুষের আগমন ঘটেছে। যার ফলে ধীরে ধীরে ভাষার অন্যরকম রূপান্তর ঘটেছে। যাঁরা এই অঞ্চলে পৌঁছেছে এবং তাঁদের সন্তানরা স্প্যানিশ শব্দগুচ্ছের সরাসরি অনুবাদের মাধ্যমে ইংরেজি শিখেছে। আর তার ফলেই জন্ম হয়েছে নতুন এক উপভাষার, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ এম কার্টার ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড জার্নালে 'মায়ামি ইংলিশ'-এর উপর একটি গবেষণাপত্র বিষয়টি উল্লেখ করেছেন। একটি পুরোনো প্রতিবেদন দ্য ওয়াশিংটন পোস্ট ইংরাজি থেকে কী ভাবে উপভাষার জন্ম হয়েছে তার উদাহরণ দিয়েছে। মায়ামি ইংরাজি ও সাধারণ ইংরাজির মধ্য়ে পার্থক্য ঠিক কেমন কয়েকটি উদাহরণ দিলেই স্পষ্ট হবে। কয়েকটি বাক্যের উদাহরণ নিম্নরূপ:
Dont 'get' in line-এর বদলে তাঁরা বলছে, 'Make' the line (স্প্যানিশ শব্দ 'hacer la fila' থেকে এসেছে। 'very' tired-এর বদলে 'Super' tired (Estar super cansado), 'get out' of their cars-এর পরিবর্তে তাঁরা বলছেন 'get down' from their cars (Bajarse del carro)।
আমেরিকান ইংরেজি বলার একাধিক উপায় রয়েছে। আমেরিকান ইংরাজিতে আঞ্চলিক, জাতিগত, সামাজিক উপভাষা মিশে রয়েছে, উল্লেখ করা হয়েছে গবেষণায়। বর্তমানে এই উপভাষাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। 'অনলি ইন ডেড' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি নতুন উপভাষার জনপ্রিয়তা অর্জনে বেশ সহায়ক ভূমিকাই পালন করছে। এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিতে নেটিজেনদের জিজ্ঞাসা করা হয় 'আপনাকে যদি একটি মিয়ামি ইংরাজির উদাহরণ দিতে বলা হয় আপনিক কোনটির কথা উল্লেখ করবেন?' এই প্রশ্নের উত্তরে হাজার হাজার কমেন্ট পড়েছে। একাধিক উদাহরণ দিয়েছেন নেটিজেনরা। মিঃ কার্টারের মতে, উপভাষার উপর অধ্যয়ন মানুষকে আগ্রহী করেছে।
ভাষা হলো ভাবের আদান-প্রদানের জন্য শব্দের বিনিময়। বর্তমানে বিশ্বে মানুষ প্রায় সাড়ে ছয় হাজার ভাষায় কথা বলে। এবার আরও একটি উপভাষার জন্ম হতে চলেছে যুক্তরাষ্ট্রের বুকে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির আশেপাশের এলাকায় ইংরেজি ভাষা ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। ভাষাটি ইংরেজির উপভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে।
ইন্ডি ১০০-এর গবেষণা রিপোর্ট অনুযায়ী, এই উপভাষাটি ইংরেজির একটি স্প্যানিশ-প্রভাবিত রূপ। কয়েক দশক ধরে স্প্যানিশভাষী দেশগুলি থেকে দক্ষিণ ফ্লোরিডায় মানুষের আগমন ঘটেছে। যার ফলে ধীরে ধীরে ভাষার অন্যরকম রূপান্তর ঘটেছে। যাঁরা এই অঞ্চলে পৌঁছেছে এবং তাঁদের সন্তানরা স্প্যানিশ শব্দগুচ্ছের সরাসরি অনুবাদের মাধ্যমে ইংরেজি শিখেছে। আর তার ফলেই জন্ম হয়েছে নতুন এক উপভাষার, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ এম কার্টার ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড জার্নালে 'মায়ামি ইংলিশ'-এর উপর একটি গবেষণাপত্র বিষয়টি উল্লেখ করেছেন। একটি পুরোনো প্রতিবেদন দ্য ওয়াশিংটন পোস্ট ইংরাজি থেকে কী ভাবে উপভাষার জন্ম হয়েছে তার উদাহরণ দিয়েছে। মায়ামি ইংরাজি ও সাধারণ ইংরাজির মধ্য়ে পার্থক্য ঠিক কেমন কয়েকটি উদাহরণ দিলেই স্পষ্ট হবে। কয়েকটি বাক্যের উদাহরণ নিম্নরূপ:
Dont 'get' in line-এর বদলে তাঁরা বলছে, 'Make' the line (স্প্যানিশ শব্দ 'hacer la fila' থেকে এসেছে। 'very' tired-এর বদলে 'Super' tired (Estar super cansado), 'get out' of their cars-এর পরিবর্তে তাঁরা বলছেন 'get down' from their cars (Bajarse del carro)।
আমেরিকান ইংরেজি বলার একাধিক উপায় রয়েছে। আমেরিকান ইংরাজিতে আঞ্চলিক, জাতিগত, সামাজিক উপভাষা মিশে রয়েছে, উল্লেখ করা হয়েছে গবেষণায়। বর্তমানে এই উপভাষাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। 'অনলি ইন ডেড' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি নতুন উপভাষার জনপ্রিয়তা অর্জনে বেশ সহায়ক ভূমিকাই পালন করছে। এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিতে নেটিজেনদের জিজ্ঞাসা করা হয় 'আপনাকে যদি একটি মিয়ামি ইংরাজির উদাহরণ দিতে বলা হয় আপনিক কোনটির কথা উল্লেখ করবেন?' এই প্রশ্নের উত্তরে হাজার হাজার কমেন্ট পড়েছে। একাধিক উদাহরণ দিয়েছেন নেটিজেনরা। মিঃ কার্টারের মতে, উপভাষার উপর অধ্যয়ন মানুষকে আগ্রহী করেছে।
COMMENTS