
এনএনবি, গাজীপুর
শ্রীপুর উপজেলার মাওনায় শনিবার ২৭ জানুয়ারি ২০২৪ দিবাগত রাত সোয়া ১২টায় বালির ড্রামট্রাকের ভিতর থেকে বিদেশী মদ উদ্ধার ও ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ জানুয়ারি ২০২৪) দুপুরে গাজীপুর জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রীপুর থানার মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা হতে একটি বালিভর্তি ড্রামট্রাকযোগে বিদেশী মদ বহন করে আনা শ্রীপুর থানার সলিংমোড় পাথারপাড়াস্থ মাওনা হতে ফুলবাড়ীয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে ওই বিদেশী মদ ক্রয়-বিক্রয় করবে।
ওই সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম এর নির্দেশে ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ রাকিবুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ জানুয়ারি ২০২৪ দিবাগত রাত সোয়া ১২টায় গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি বালির ড্রামট্রাকের মধ্যে ১২৫ বোতল ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ (যার প্রতিটি বোতলের মূল্য আনুমানিক ৬০০০/- টাকা করে সর্বমোট ৭,৫০,০০০ টাকা) উদ্ধারসহ মাদক কারবারীদের গ্রেফতার করেন।
শ্রীপুর উপজেলার মাওনায় শনিবার ২৭ জানুয়ারি ২০২৪ দিবাগত রাত সোয়া ১২টায় বালির ড্রামট্রাকের ভিতর থেকে বিদেশী মদ উদ্ধার ও ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ জানুয়ারি ২০২৪) দুপুরে গাজীপুর জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রীপুর থানার মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা হতে একটি বালিভর্তি ড্রামট্রাকযোগে বিদেশী মদ বহন করে আনা শ্রীপুর থানার সলিংমোড় পাথারপাড়াস্থ মাওনা হতে ফুলবাড়ীয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে ওই বিদেশী মদ ক্রয়-বিক্রয় করবে।
ওই সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম এর নির্দেশে ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ রাকিবুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ জানুয়ারি ২০২৪ দিবাগত রাত সোয়া ১২টায় গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি বালির ড্রামট্রাকের মধ্যে ১২৫ বোতল ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ (যার প্রতিটি বোতলের মূল্য আনুমানিক ৬০০০/- টাকা করে সর্বমোট ৭,৫০,০০০ টাকা) উদ্ধারসহ মাদক কারবারীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের ইকবাল হোসেনের ছেলে সাইফ শাহরিয়ার অভি খান ও মো. নয়নের ছেলে মো. আশরাফুল, নারায়ন ডহর গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. রেজাউল করিম, বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি; নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বারমারি লক্ষ্মীপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে শহিদ মিয়া ওরফে শহিদুল এবং ড্রাইভার ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরকালিবাড়ী গ্রামের মোস্তাফা ওরফে মস্ত ‘র ছেলে লিমন মিয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
COMMENTS