![]() |
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
এনএনবি, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী রোববার (২৮ জানুয়ারি ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় পরিষদের স্বতন্ত্র সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
দলটির একাধিক নেতা জানান, স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি তৃণমূলের বিভেদ কমানোর বার্তা দিতে পারেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৬টি আসনে প্রার্থী দিলেও মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। পরে ভোটের মাঠে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এদের মধ্যে ৬০ জন আওয়ামী লীগের।
দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী রোববার (২৮ জানুয়ারি ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় পরিষদের স্বতন্ত্র সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
দলটির একাধিক নেতা জানান, স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি তৃণমূলের বিভেদ কমানোর বার্তা দিতে পারেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৬টি আসনে প্রার্থী দিলেও মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। পরে ভোটের মাঠে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এদের মধ্যে ৬০ জন আওয়ামী লীগের।
COMMENTS