অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় পুনর্মিলনী আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হবে, রেজিস্ট্রেশন করার শেষ সময় আগামী ২৫ জানুয়ারী। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে ৩ হাজারের অধিক অ্যালামনাই এবং ১৬ হাজারের অধিক শিক্ষার্থী সেদিন ক্যাম্পাস মুখরিত করে রাখবে। এছাড়াও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশেনা থাকবে। পুনর্মিলনীতে অ্যালামনাইয়দের মধ্যে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় যুক্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দিনব্যাপী অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস মনমুগ্ধকর আলোক সজ্জার পাশাপাশি সকালে আনন্দ র্যালির আয়োজন করা হবে।
রেজিস্ট্রেশন করতে লগ-ইন করুন: www.aams-jnu.org
COMMENTS