নাটোরের নলডাঙ্গা হতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৩'র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার র্যাব-১৩, রংপুর এর সহায়তায় র্যাব-৫ এর একটি অপারেশন দল ভোর রাতে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মামলায় অপহরণকারী চক্রের মূল হোতা মোঃ হৃদয় চকিদার (২২), পিতা-মৃত লাল মিয়া চৌকিদার, গ্রাম- কিনাউল্লাহ মাদবরকান্দি, থানা-জাজিয়া, জেলা- শরিয়তপুরকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।জেরায় গ্রেফতারকৃত আসামী অপহরণের কথা স্বীকার করে। পরে আসামীকে কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে,গত ০১ জানুয়ারি সকালে জনৈক স্বপন চন্দ্র দাস (৩৮), পিতা-বিসম্বর দাস, গ্রাম-দলগ্রাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এর দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে আসামী মোঃ হৃদয় চকিদার (২২) সহ অন্যান্য আসামীগণ পরস্পরের সহযোগিতায় অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় আসামীগণের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
COMMENTS