দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় রংপুর বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১লাখ ১ হাজার পরীক্ষার্থী। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও গুজব রুখতে কঠোর নজরদারী রেখেছে প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১টায় রংপুর সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক জিলুফা সুলতানা, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বোর্ড সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলার ৬৭৪টি কলেজের ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী ২০২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ২৭৪ জন, মানবিকে ৬৭ হাজার ২৮৭ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০ হাজার ৩২১ জন পরীক্ষা রয়েছে। এ ছাড়া আলীম পরীক্ষায় ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য জেলা-উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, পরীক্ষা পরিচালনা কমিটিকে নিয়ে সভা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধসহ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে শিক্ষামন্ত্রণালয় ও দিনাজপুর শিক্ষাবোর্ডের নির্দেশনাকে অনুসরন করা হচ্ছে। অনেক সময় ভূলবশত এক দিনের প্রশ্ন আরেক দিন দেয়া হয়। এ ধরনের ভূল যে না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসসহ যে কোন অনিয়ম রোধে প্রশাসন তৎপর রয়েছে।
COMMENTS