রংপুর কর অঞ্চলের শুরু হয়েছে কর দাতাদের আয়কর রিটার্ন গ্রহণ করা । গতকাল মঙ্গলবার সকালে কর ভবন কাচারি বাজারে কর কমিশনার মোঃ আবুল কালাম করসেবা কার্যক্রম পরিদর্শন করেন ।
এসময় তিনি বলেন আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরও নিবিড় করসেবা প্রদানের জন্য মেলার আদলে আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সকল সেবা দিতে কর সার্কেলে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হয়। কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী করসেবা প্রদানের ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন গতবছর কর আদায়ের টার্গেট ছিল ৮৫০ কোটি টাকা আদায় হয়েছে ১ হাজার ১ কোটি। চলতি বছর টার্গেট আছে ৮৫০ কোটি।এ সময় রংপুর কর অঞ্চলের ডিপুটি কমিশনার রাউফুন ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন ।
এর আগে মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডেও সম্মেলন কক্ষে করসেবা মাসের উদ্বোধন করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
COMMENTS