রংপুর জেলা ,মহানগর ও ৮ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নব নির্বাচিত রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু কে সংবর্ধনা জানানো হয়। গতকাল নগরীর জহাজ কোম্পানী মোড় সংলগ্ন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রংপুর জেলা, মহানগর ও ৮ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে হতে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহনগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান- রংপুর সদর উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম- গংগাচড়া উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী হোসেন- তারাগঞ্জ উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সরকার- বদরগঞ্জ উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দস ছাত্তার মন্ডল- পীরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কাউনিয়া কমান্ডের পক্ষে, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আতিয়ার রহমান- মিঠাপুকুর উপজেলা কমান্ডের পক্ষে, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার- পীরগাছা উপজেলা কমান্ডার ।
অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি নব নির্বাচিত জেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা এবং আর্শিবাদে আমি রংপুর জেলা পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আগামীতে আমি বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করব ইনশাল্লাহ।
আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়া করবেন যেন আমি অতীতে যে সকল প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম সেই সকল প্রতিষ্ঠানে যেভাবে উন্নয়ন এবং দূর্নীতিমুক্ত করছি , তারই ধারাবাহিকতায় যেন আমি রংপুর জেলা পরিষদকে মডেল হিসাবে উন্নীত করতে পারি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান এস.এম মুজাহিদ। সর্বশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
COMMENTS