পরিকল্পিত নগর উন্নয়নে সকল রাজনৈতিক দলের একসাথে কাজ করার অঙ্গিকার করেছেন আসন্ন রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। শনিবার দুপুরে নগরীর এফপিএবি মিলনায়তনে আয়োজিত ‘পরিকল্পিত নগর উন্নয়নে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ অঙ্গিকার ব্যক্ত করেন।
সিটি প্রেসক্লাব, রংপুর আয়োজিত এই গোলটেবিল বৈঠকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণসহ এর সমাধানে উপায় বের করেন। তারা মেয়র হলে প্রত্যেকে দুর্নীতি রোধ, মাদক নির্মূলসহ রংপুরকে দৃষ্টিনন্দন ও আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন।
রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে ক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন ও সাহিত্য সম্পাদক জাকির আহমদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। গোলটেবিল বৈঠকে আলোচনা করেন বর্তমান মেয়র ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তফা (জাপা), সম্ভাব্য মেয়র প্রার্থী সাফিউর রহমান সফি (আওয়ামী লীগ), তুষার কান্তি মন্ডল (আওয়ামী লীগ), এম এ মজিদ (আওয়ামী লীগ), আলহাজ¦ কাওছার জামান বাবলা (বিএনপি) ও ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন (স্বতন্ত্র প্রার্থী)।
সম্ভাব্য মেয়র প্রার্থীরা বলেন, রংপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের বেকারত্ব নিরসন প্রয়োজন। এজন্য কৃষিবিষয়ক কলকারখানা স্থাপনসহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সিটি এলাকার আয়তন ২০৫.৭০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় সাত লাখ ৯৬ হাজার ৫৫৬ জন। ২০১২ সালে রংপুর সিটি করপোরেশন গঠন হওয়ার পরে ওয়ার্ড সংখ্যা বর্তমানে ৩৩টি। সিটি করপোরেশনের বৃহৎ এলাকার নাগরিকদের সমভাবে সেবা পৌঁছে দিতে কাজ করা হবে। যানজট নিরসনসহ বর্জ্য ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়ায় নিয়ে তা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তারা। অচিরেই গ্যাস সংযোগ পেলে এর মাধ্যমে শিল্প কারখানার একটি বৈপ্লবিক পরিবর্তন হবে উল্লেখ করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগরীর জলাবদ্ধতা সৃষ্টিকারী একমাত্র ক্যানেল শ্যামাসুন্দরীকে সংস্কার করা হবে।
সর্বোপরি নগরীর উন্নয়নে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। নগরীর উন্নয়ন কাজে সবার পরামর্শ ও সমর্থন জরুরি। নির্বাচনের প্রাক্কালে দলীয় মনোনয়ন পেলে সকলেই উন্নয়নের পথে দলমত নির্বিশেষে জনগণের উন্নয়নে পরিকল্পনামুলক ইস্তেহার রাখার মতামত ব্যক্ত সম্ভাব্য মেয়র প্রার্থীরা।
COMMENTS