রংপুর থেকে রুকসানা রাফা
বিশ্ব স্কাউট আয়োজিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্কাউট ইভেন্ট এবং ১৭২টিরও বেশি দেশের ২০ লক্ষেরও বেশি স্কাউট সদস্যদের অংশগ্রহণে ০৩দিন ব্যাপী অনলাইন প্লাটফর্মে মিলন মেলা ৬৫তম জোটা (জাম্বুরী অন দ্যা এয়ার) ও ২৬তম জোটি (জাম্বুরী অন দ্যা ইন্টারনেট) বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট'স এর ব্যাপস্থাপনায় সারা দেশের ন্যায় রংপুর জেলা রোভার ও জেলা স্কাউটের যৌথ আয়োজনে ১৬ অক্টোবর রংপুর জেলা স্কাউট ভবন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ স্কাউটস রংপুর জোনের সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মনের সঞ্চালনায় রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্কাউট সম্পাদক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এবং স্কাউটিংয়ে ডিগ্রী অর্জনকারী ডক্টর ঈসা মোহাম্মদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার আব্দুর রহমান মিন্টু। দিনব্যাপী জেলা স্কাউট ভবনে আয়োজিত এই জোট জোটি ক্যাম্পে রংপুর জেলার বিভিন্ন ইউনিটের ১৫০জন কাব,স্কাউট, রোভার ও স্কাউটের সফলতার সাথে অংশগ্রহণ করেছে। এতে জেলা কো-অর্ডিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন রংপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য মোঃ রেজওয়ান হোসেন সুমন। বিশ্ব স্কাউটের তিনদিন ব্যাপী ৬৫তমজোটা ও ২৬তমজোটি তে রংপুর জেলার বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট, গার্লইন স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারবৃন্দ ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করে অনলাইন প্লাটফর্ম সমূহের মাধ্যমে বিভিন্ন দেশের স্কাউটদের সাথে যোগাযোগ করে তথ্য আদান প্রাদান সহ শিক্ষা মূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন।গত ১৪তারিখ থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই জোটি ও জোটি'র বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে এবং কোড সংগ্রহ করে স্কাউট সদস্যরা বিশ্ব স্কাউট প্রদত্ত সার্টিফিকেট অর্জন করবে। জেলা রোভার ও স্কাউটের আয়োজনের পাশাপাশি রংপুর জেলা রোভার ও স্কাউটের আওতাধীন বিভিন্ন ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জোটা ও জোটি ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার কাব, স্কাউট, রোভার ও স্কাউটারবৃন্দ ঘরে বসেই অনলাইন প্লাটফর্মে সফলতার সাথে ৬৫তম জোটা ও ২৬তম জোটিতে অংশগ্রহন করেছে। ১৭অক্টোবর থেকে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের ই-মেইল এ সফলতার সাথে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্কাউটস থেকে সনদ প্রদান করা হচ্ছে।
COMMENTS