এনএনবি নিউজ
সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরেছেন সাবিনা খাতুনরা। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দরে ফুলে মালা পরিয়ে দেওয়া হয় কৃতি ফুটবলারদের। ফুলের পাপড়ি ছিটিয়ে, কেক কেটে জয় উদযাপন করা হয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফুটবলার সাবিনা বলেন, ‘অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ, গর্বিত। সকলকে ধন্যবাদ। এ ট্রফি বাংলাদেশের সকল মানুষের’।
বিমানবন্দরে শিরোপাজয়ী কন্যাদের জন্য অপেক্ষা করছে ফুল দিয়ে সাজানো ছাদখোলা বাস। এই বাসে করেই বাফুফে ভবনে আসবেন ফুটবলাররা।
COMMENTS