
এনএনবি, ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধন ও আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (০৪ আগস্ট, ২০২৫) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ’৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেইজে থাকা এবং ১ জানুয়ারি ২০০৭ অথবা তার আগে জন্ম নেওয়া নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকা, পাশাপাশি মৃত ভোটারদের কর্তনের তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট।
তালিকা প্রকাশের পর ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্যদের নাম বাদ দেওয়া, স্থানান্তর বা অন্যান্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত।’
চূড়ান্ত তালিকা সম্পূরকসহ প্রকাশ করা হবে ৩১ আগস্ট ২০২৫।
উল্লেখ্য, এর আগেই ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছিলেন, ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবারের তালিকায় নতুন করে ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার যুক্ত হয়েছেন, যাদের তথ্যও প্রকাশ করা হবে।
COMMENTS