এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নিরাপত্তা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
COMMENTS