এনএনবি, ঢাকা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির গাড়িবহর সেখানে পৌঁছাতেই শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চরম উত্তেজনা ও সহিংসতার মধ্যে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এনসিপির সমাবেশস্থলের মঞ্চ এবং চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।
COMMENTS